ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

বন্ধ কারখানা চালুর দাবি গণঅধিকার পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সংবাদদাতা সরিষাবাড়ী, জামালপুর

প্রকাশিত: ১৭:০৫, ১৪ ডিসেম্বর ২০২৪

বন্ধ কারখানা চালুর  দাবি গণঅধিকার পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত তারাকান্দি যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ করে পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার আয়োজনে তারাকান্দি যমুনা সার কারখানার প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি যমুনার গেট থেকে বের হয়ে সরিষাবাড়ী- ভুয়াপুর - তারাকান্দি মহা সড়ক প্রদক্ষিণ করে ফের যমুনার গেটে গিয়ে শেষ হয়।পরে কারখানার ব্যাবস্থাপনা পরিচালক বরাবর একটি স্বারক লিপি দেন নেতারা। মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৫ জানুয়ারি  গ্যাস সংকটের অজুহাতে তারাকান্দি  যমুনা সারকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে তিতাস কর্তৃপক্ষ।

কারখানায় গ্যাস না থাকায় প্রায় ১১ মাস যাবৎ ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। দীর্ঘদিন যমুনায় উৎপাদন বন্ধ থাকায় কারখানার বিভিন্ন মুল্যবান যন্ত্র ও যন্ত্রাংশ বিনষ্ট হয়ে পড়ার আশষ্কা দেখা দিয়েছে। চলতি বোরো মৌসুমে কমান্ডিং এলাকায় সার সংকট দেখা দিতে পারে। অতি দ্রুত চালু না হলে কৃষক বিপ্লব ঘটবে বলে জানান। বক্তারা আরো বলেন, যমুনার এক টন সার উৎপাদন করতে খরচ লাগে  প্রায় ৩৭ হাজার টাকা। আর দেশের বাইরে থেকে আমদানি করতে সমপরিমাণ সারের খরচ লাগে প্রায় ১ লাখ টাকা।

আমদানি নির্ভরতা থেকে সরে দাড়িয়ে দেশীয় শিল্পকে সচল রাখা হলে দেশের রাজস্ব বাড়বে । এতে বাইরে থেকে সার আনতে সরকারের ভর্তুকি ভার বহন করতে হবে না আগামী একমাসের মধ্যে কারখানা চালু না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় ও শিল্প মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন বক্তারা। এতে বক্তব্য রাখেন  জামালপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসাইন,উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আল-আমিন মিলু, সদস্য সচিব আবুল কালাম আজাদ প্রমুখ।

 

কুতুবে রব্বানী

×