ছবি: সংগৃহীত
পটুয়াখালীর কলাপাড়ায় অসহায় দরিদ্র মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ৯টায় কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে বেসরকারি স্বেচ্ছাসেবী সমাজকল্যান সংস্থা পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ইস্পাহানী চক্ষু হাসপাতাল বরিশাল শাখার সহায়তায় এ চক্ষু চিকিৎসা সেবা শুরু হয়। বেলা দুই টা পর্যন্ত চলে এই চিকিৎসা সহায়তা কার্যক্রম ।
দেড় শতাধিক মানুষ কে চিকিৎসাসেবা প্রদান করা হয়। ৫০ জনকে চশমা এবং ২০ জন রোগীকে চোখের ছানি অপারেশন জন্য ইসলামীয়া ইস্পাহানী চক্ষু হাসপাতাল, আমতলী শাখায় নেওয়া হয়েছে।
পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদ উদ্দিন বিপু বলেন, দুইমাস পরপর দুস্থ অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করি। ভবিষৎতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
শিহাব