ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

পাঁচ শিক্ষককে বিদায় সংবর্ধনা দিল শিক্ষার্থীরা

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া, নোয়াখালী

প্রকাশিত: ১৪:৫৮, ১৪ ডিসেম্বর ২০২৪

পাঁচ শিক্ষককে বিদায় সংবর্ধনা দিল শিক্ষার্থীরা

হাতিয়ায় ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে হাতিয়া উপজেলার ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

নজরুল ইসলাম জেবু খানের সভাপতিত্বে ও সাইমুন হোসেন সবুজের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের স্মৃতিচারণ করে বক্তব্য দেন- হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনে আল জায়েদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মং এছেন, ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন, সাবেক সহকারী শিক্ষক মহিম চন্দ্র দাস, হারুণ অর রশিদ সেলিম, লোকেশ চন্দ্র দাস, আবুল কালাম আজাদ এবং প্রাক্তণ শিক্ষার্থীদের মধ্যে আনোয়ার হোসেন, ছায়েদ আহমেদ প্রমুখ।

বক্তারা এসময় বিদ্যালয়ের বিদায়ী শিক্ষকদের সঙ্গে বর্ণাঢ্য কর্ম ও শিক্ষা জীবনের আবেগঘন স্মৃতিচারণ করেন। এছাড়া উক্ত বিদ্যালয়ের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনা, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং সমাজ-রাষ্ট্রের প্রতি সচেতন হওয়ার আহবানও জানান তারা। 

বিদায়ী সংবর্ধনায় সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন অবসর প্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক মো: গিয়াস উদ্দিন, তপেশ চন্দ্র রায়, আব্দুস সহিদ, মো: লুৎফুল কবির,হারুন অর রশিদ, আজহার উদ্দিন, লোকেশ চন্দ্র দাস ও বঙ্কিম চন্দ্র দাস। এতে শিক্ষক- শিক্ষার্থী, অতিথিবৃন্দ ও সাংবাদিক'রা উপস্থিত ছিলেন। 

এর আগে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে প্রধান শিক্ষক মোজাহেদুল ইসলামের স্বাগত বক্তব্য শেষে যেসব শিক্ষক শিক্ষার্থীরা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার শান্তি কামনা করা হয়। 

১৯৬৬ সালে হাইস্কুলটি প্রতিষ্ঠা করেন প্রয়াত শিক্ষানুরাগী মাছউদল হক খান। অনুষ্ঠানে ১৯৭০ সাল থেকে বর্তমান পর্যন্ত মোট ৫৪ টি (এসএসসি) ব্যাচের শিক্ষার্থী অংশ গ্রহন করে। এতে প্রায় দেড় হাজার শিক্ষক-শিক্ষার্থী এবং অতিথি উপস্থিত ছিলেন।

এসআর

×