হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় আবেদন ফির নামে অতিরিক্ত অর্থ আদায় নিয়ে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি শনিবার (১৪ ডিসেম্বর) ফেসবুকে একটি পোস্টে বিষয়টি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, “শিক্ষা সবার অধিকার, বাণিজ্যের পণ্য নয়!” তিনি বলেন, বর্তমান ভর্তি প্রক্রিয়ায় হাজার হাজার টাকা আবেদন ফি, যাতায়াত এবং থাকার খরচ শিক্ষার্থীদের জন্য এক বিপুল আর্থিক চাপ সৃষ্টি করছে। তাঁর মতে, এই ধরনের খরচ মেধাবী শিক্ষার্থীদের জন্য এক বিরাট বাধা হয়ে দাঁড়াচ্ছে, কারণ অনেকের পক্ষে এমন খরচ বহন করা সম্ভব নয়।
তিনি আরও জানান, ভর্তি প্রক্রিয়া বর্তমানে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, যেখানে মেধার মূল্যায়ন বা যোগ্যতার ভিত্তিতে নয়, শুধুমাত্র আর্থিক সক্ষমতা দেখে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এতে শিক্ষায় বৈষম্য সৃষ্টি হচ্ছে এবং এটি শুধুমাত্র ধনী পরিবারের সন্তানদের জন্য এক সুযোগ হয়ে দাঁড়াচ্ছে।
হাসনাত আব্দুল্লাহ আবেদন ফি কমানোর এবং গুচ্ছ পদ্ধতি চালু রাখার আহ্বান জানিয়ে বলেছেন, উচ্চশিক্ষা যেন শুধুমাত্র ধনীদের জন্য না হয়ে, সব শিক্ষার্থীর জন্য একটি সুযোগ থাকে।
এভাবে, তিনি সরকারের প্রতি আবেদন জানান যে, তারা যেন শিক্ষার্থীদের উপর আর্থিক বোঝা কমাতে উদ্যোগী হয় এবং শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে কার্যকর পদক্ষেপ নেয়।
নুসরাত