অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির অন্যতম নির্বাহী সদস্য ফকির মাহবুব আনাম স্বপন।
ছেলে-মেয়েদেরকে নেশা ও মাদক থেকে দূরে রাখতে শিক্ষার পাশাপাশি বিনোদনের প্রয়োজন রয়েছে। তাই শিক্ষার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির অন্যতম নির্বাহী সদস্য ফকির মাহবুব আনাম স্বপন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ীর নল্যা মমতাজ আলী উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের আয়োজনে শহীদ একরামুল হক সাজিদ এর স্মরণে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠানে উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, আজকে ছাত্র জনতার আন্দোলনের কারনেই স্বৈরাচার সরকার হাসিনা দেশ থেকে পালিয়েছে। তাই আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদেরকে আমাদের আজীবন মনে রাখতে হবে। সেই সাথে তাদেরসহ যারা আহত হয়েছেন তাদের পরিবারের পাশে থাকতে হবে।
যদুনাথপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ এর সভাপতিত্বে ও ওয়াল্টনের সৌজন্যে মেসার্স লিজা এন্টার প্রাইজের সার্বিক ব্যবস্থাপনায় এ খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি এসএম এ ছোবহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপি’র সহ সভাপতি হাফিজুর রহমান বিএসসি, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ধোপাখালী ইউপি’র সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু, উপজেলা বিএনপির হাফেজ খায়রুল ইসলাম মুন্সী ও সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক লেবুসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এসআর