ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

ঝিনাইদহে বিএনপি’র কর্মীসভায় প্রতিপক্ষের হামলায় আহত ১০

প্রকাশিত: ০৭:২৮, ১৪ ডিসেম্বর ২০২৪

ঝিনাইদহে বিএনপি’র কর্মীসভায় প্রতিপক্ষের হামলায় আহত ১০

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।

শুক্রবার বিকেলে হরিণাকুণ্ডু উপজেলার লালন বাজারে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কর্মিসভায় এই হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন, যার মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

বিএনপির জেলা স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. ইব্রাহিম রহমান বাবু জানান, কর্মিসভা শুরু হওয়ার পরপরই জোড়াদা ইউনিয়ন বিএনপির সভাপতি সাজেদুর রহমান রনির নেতৃত্বে লাঠিসোঁটা ও হাতকুড়াল নিয়ে হামলা চালানো হয়। হামলায় আহত আল-আমীন ও মন্টুকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। আল-আমীনের মাথায় ১৩টি সেলাই দেওয়া হয়েছে। বাকিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাবু অভিযোগ করেন, এই হামলা জেলা বিএনপির সভাপতি এমএ মজিদের নির্দেশে হয়েছে। তবে এমএ মজিদ এই অভিযোগ অস্বীকার করে দাবি করেন, বিএনপির পক্ষ থেকে কোনো কর্মিসভা ডাকা হয়নি। তিনি বলেন, বাবু স্থানীয় আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীকে নিয়ে নিজ উদ্যোগে সভার আয়োজন করেছিলেন। খবর পেয়ে স্থানীয় বিএনপির কর্মীরা তাদের ধাওয়া দিয়েছে। এর বাইরে কিছুই ঘটেনি।

হামলার প্রতিবাদে বাবু গ্রুপের সমর্থকরা সন্ধ্যায় জেলা শহরে বিক্ষোভ মিছিল ও পোস্ট অফিস মোড়ে সমাবেশ করেছেন। সমাবেশে কৃষক দল, শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেন।

এই ঘটনার জেরে বিএনপির স্থানীয় রাজনীতিতে বিভক্তির চিত্র আরও স্পষ্ট হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে সংঘাত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এম.কে.

×