ছবি: সংগৃহীত
হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে হৃদয়বিদারক এক ঘটনায় ২ বছরের শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মায়ের মৃত্যু হয়েছে। নিহত নারী রাহিনুল বেগম (৩০) উপজেলার মজলিশপুর গ্রামের প্রবাস ফেরত সোলায়মান মিয়ার স্ত্রী।
শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সোলায়মান মিয়া তার স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। ২ বছরের ছোট ছেলেটি মায়ের কোলে ছিল এবং সাড়ে ৩ বছরের বড় ছেলেটি মোটরসাইকেলের সামনে বসে ছিল।
উপজেলা পরিষদের কাছে স্পিডব্রেকারে সিএনজি অটোরিকশাকে ওভারটেক করার সময় সোলায়মান ব্রেক করেন। এতে মোটরসাইকেল প্রচণ্ড ঝাঁকুনি খায় এবং রাহিনুল বেগম ছিটকে পড়ে যান। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অলৌকিকভাবে তার কোলে থাকা ২ বছরের শিশুটি অক্ষত থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাহিনুল তার সন্তানকে রক্ষা করতে নিজের জীবন উৎসর্গ করেছেন। তার সাহসী ভূমিকা মানুষের হৃদয়ে গভীর দাগ রেখে গেছে।
ঘটনার পরপরই পুলিশ ঘাতক ট্রাকটি আটক করে, তবে চালক পালিয়ে যায়। বানিয়াচং থানার এসআই মিজানুর রহমান জানান, চালককে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
এই মর্মান্তিক দুর্ঘটনা এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নামিয়ে দিয়েছে। রাহিনুলের আত্মত্যাগ মায়ের ভালোবাসার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।
এম.কে.