ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

সাউন্ড বক্স বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ১৫

প্রকাশিত: ০৫:৫৬, ১৪ ডিসেম্বর ২০২৪

সাউন্ড বক্স বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ১৫

ঝিনাইদহ। ছবিঃ সংগৃহীত।

বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজানো নিয়ে ঝিনাইদহের শৈলকুপায় দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। এ সময় উভয় গ্রুপের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। শুক্রবার, উপজেলার আলমডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই গ্রামের হেলাল উদ্দিনের সমর্থক নাসিরের বাড়িতে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল গত রাত থেকে।

শুক্রবার সকালেও উচ্চস্বরে সাউন্ড বাজানো হচ্ছিল। তখন লিটন মিয়ার সমর্থক মাহফুজ সাউন্ড বক্স বাজাতে নিষেধ করলে নাসিরের লোকজনের সঙ্গে বাগবিতণ্ডা হয়।

পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময় লিটনের সমর্থক সাঈদ, মজনু, মাহফুজ ও জামালসহ অন্তত ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ে আনে। এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

রিয়াদ

×