ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

সাংবাদিককে মারধরের অভিযোগে বহিষ্কার বিএনপি নেতা

প্রকাশিত: ০৩:৫১, ১৪ ডিসেম্বর ২০২৪

সাংবাদিককে মারধরের অভিযোগে বহিষ্কার বিএনপি নেতা

ছবি: সংগৃহীত।

সাংবাদিক মিনহাজ আমানকে মারধরের ঘটনায় বিএনপির নেতা মোহাম্মদ ইকবাল হোসেনকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ইকবাল হোসেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।

শুক্রবার, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি বিবৃতিতে এই তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, ইকবাল হোসেন তার দলবল নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক মিনহাজ আমানকে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছনা করেছেন, যা দলের শৃঙ্খলার পরিপন্থি। এজন্য তাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব ধরনের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এই ঘটনার বিষয়ে সাংবাদিক মিনহাজ আমানের সাথে যোগাযোগের জন্য তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি। তবে এক গণমাধ্যমকে তিনি বলেন, “চালক বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন। আমি প্রতিবাদ করলে চালক আমাকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেন। তখন আমি তাকে শান্তভাবে কথা বলার অনুরোধ করি।”

এদিকে, বিএনপি নেতা মোহাম্মদ ইকবাল হোসেন এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম বলেন, তিনি বিষয়টি জানেন, তবে ভুক্তভোগী বা বাস মালিকপক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

নুসরাত

×