ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রাহায়ণ ১৪৩১

নিখোঁজ ‘বিটিএস ভক্ত’ ২ মাদ্রাসাছাত্রী

প্রকাশিত: ০২:৪৮, ১৪ ডিসেম্বর ২০২৪

নিখোঁজ ‘বিটিএস ভক্ত’ ২ মাদ্রাসাছাত্রী

ছবি: সংগৃহীত।

নেত্রকোনায় বিটিএস নামক কোরিয়ান পপ ব্যান্ডের প্রতি আসক্ত হয়ে মাদ্রাসা পড়ুয়া দুই ছাত্রী বাড়ি ছেড়ে চলে গেছে। শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে আটপাড়া উপজেলার মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, মোবারকপুর গ্রামের রবিউল আওয়ালের মেয়ে মীম (১২) এবং মল্লিকপুর গ্রামের আব্দুল খালেকের মেয়ে কামরুন্নাহার (১৩) হযরত ফাতেমা (রহ:) মহিলা মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তারা পরিবারে অজান্তে স্মার্টফোনের মাধ্যমে বিটিএসের প্রতি আসক্ত হয়ে পড়ে। বৃহস্পতিবার, তারা উপজেলার বিভিন্ন দোকান থেকে বিটিএসের স্টিকার সংগ্রহ করে এবং পরবর্তী সময়ে শুক্রবার বিকেলে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে যায়।

বাড়ির সদস্যরা সারাদিন তাদের খোঁজাখুঁজি করলেও তাদের কোনো সন্ধান পায়নি। রাত ১১টার দিকে আটপাড়া থানায় বিষয়টি জানানো হয়, তবে এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

মীমের বাবা রবিউল আওয়াল জানান, "আমরা আত্মীয়-স্বজনসহ সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু কোথাও তাদের সন্ধান পাইনি। তারা বিটিএস নামক গ্রুপের প্রতি গভীরভাবে আসক্ত হয়ে পড়েছিল।"

কামরুন্নাহারের বাবা আব্দুল খালেক জানান, "তারা গোপনে স্মার্টফোন ব্যবহার করে বিটিএসের প্রতি আসক্ত হয়ে পড়ে। আমরা একদম জানতাম না। বাড়ি থেকে চলে যাওয়ার পর ফেসবুকে তাদের ‘বিটিএস ফ্যান ক্লাব’ পেজে যুক্ত থাকতে দেখি।"

এ ব্যাপারে আটপাড়া উপজেলার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, "নিখোঁজ পরিবারের সদস্যরা আমাকে অবগত করেছেন। আমি তাদের লিখিত অভিযোগ করতে বলেছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এ ঘটনা বিশ্বব্যাপী কোরিয়ান পপ সাংস্কৃতিক আগ্রহ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন তুলে ধরেছে। আইন-শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে।

নুসরাত

×