ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

বর্ণাঢ্য আয়োজনে খুলনা কলেজের ৩০ বছর পূর্তি উদ্যাপিত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস

প্রকাশিত: ২০:০৫, ১৩ ডিসেম্বর ২০২৪

বর্ণাঢ্য আয়োজনে খুলনা কলেজের ৩০ বছর পূর্তি উদ্যাপিত

খুলনা মহানগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খুলনা কলেজ প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হয়েছে। বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন ছিল।
প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা, স্মরণিকার মোড়ক উন্মোচন, নবীন বরণ, প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, প্রীতি মিলনী, র‌্যাগ ডে (২০২৫ ব্যাচ), আলোকসজ্জা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব মো. শফিকুল আলম তুহিন, খুলনা কলেজের প্রাক্তন অধ্যক্ষ শেখ আবুল কালাম আজাদ ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) খুলনা জেলা শাখার সভাপতি ডা. রফিকুল হক বাবলু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও ৩০ বছর পূর্তি উদযাপন কমিটির আহবায়ক অ্যাডভোকেট শেখ নূরুল হাসান রুবা।
সকালে অতিথিরা বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে প্রেসক্লাবের ব্যাংকুয়েট হল থেকে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

 

×