মাগুরায় শীতকালীন সবজি চাষে ঝুঁকে পড়েছে কৃষক । ফলে হাটে বাজারে প্রচুর সবজির আমদানী হচ্ছে । দামও কমেছে অনেক ।
জানাগেছে , জেলার সদর উপজেলার লক্ষিকান্দর, শিবরামপুর, রামনগর,কালীনগর ,বেলনগর , নিজনান্দুয়ালী, বাগডাঙ্গা , টেঙ্গাখালী ,শ্রীকুন্ঠি, বুজরুক শ্রীকুন্ঠি, শ্রীপুর উপজেলার হাজলাতলা ,নাকোল ,বারইপাড়াসহ শালিখা ও মহম্ম্দপুরের বিভিন্ন গ্রামে বাণিজ্যিক ভিত্তিতে শীতকালীন সবজির ফুলকপি , পতাকপি, মুলা, শীম, লাউ, বেগুন, কাঁচা মরিচের চাষ হয়েছে ।
এবচর সবজির ফলনে ভালো হয়েছে। বাজারে ব্যাপকভাবে আমদানী হওয়াতে সবজির ফলনও ভালো হয়েছে। সবজি ক্ষেতে কাজ করে বহু পুরুষ ও মহিলার মৌসুমী কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে । তারা জমিতে কাজ করে দৈনিক ৩০০টাকা থেতে ৪০০ টাকা আয় করছেন । প্রতিদিন বিভিন্ন গ্রাম থেকে ভ্যানভর্তি সবজি আসে ঢাকা রোড পাইকারী বাজারে বিক্রির জন্য । বাজারে আমদানী ভালো হওয়াতে সবজির দামও কামেছে ।
বর্তমানে বাজারে খুচরা প্রতিকেজি ফল কপি ৪০ টাকা , পাতা কপি ৩০ টাকা , মুলঅ ১০ টাকা , বেগুন ৩০ টাকা , সিম ৫০ টাকা থেকে ৬০ টাকা , পালং শাখ ২০ টাকা , কাঁচা মরিচ ১০০ টাকা , আরু ৮০ টাকা . লাই প্রতি পিচ ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারী দর আরও কম। ফলে জনজীবনে স্কস্তি দেখা দিয়েছে।
কুতুবে রব্বানী