ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি কমিটি গঠন কল্পে কাশিয়ানী উপজেলা বিএনপি মতবিনিময় সভা আজ বিকাল ৪টার সময় কাশিয়ানী উপজেলার রয়েল থাবা হোটেল এন্ড রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয়।
কাশিয়ানী উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিমের সঞ্চালনায় উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তা বাদীদল বিএনপির নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান,সেলিম,গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এ্যাড কাজী আবুল খায়ের, সদস্য ডাঃ কেএম বাবর,সদস্য এ্যাড মোঃ তৌফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক ফোরকান,হোসেন টিটু,সদস্য সচিব মিলন খান,উপযুবদলের আহ্বায়ক এনাৃুল হক শিমুল, কাশিয়ানী উপজেলা বিএনপি ছাত্র বিষায়ক সম্পাদক বিল্লাল খান,সাংগঠনিক সম্পাদক জায়েদার মুন্সি, কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক,দলের সহ সাধারণ সম্পাদক সাগর মজুমদার, কাশিয়ানী উপজেলা ছাত্র দলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল সহ কাশিয়ানী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিএনপির অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি সেলিমুজ্জামান সেলিম তার বক্তব্য বলেন আগামীর বাংলাদেশ ভোটের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ সম্ভাবনাময় তারেক রহমানের বাংলাদেশ।
দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে এবং হাতকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে।
মোঃ আশরাফুজ্জামান/ শিহাব