ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রাহায়ণ ১৪৩১

সোনারগাঁয়ে সাংবাদিক পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় ৫ দিন পর মামলা

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।

প্রকাশিত: ১৮:১৩, ১৩ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁয়ে সাংবাদিক পিটিয়ে  হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় ৫ দিন পর মামলা

আহত সাংবাদিক মাজহারুল ইসলাম রাসেল

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাজহারুল ইসলাম রাসেল (৪২নামে এক সাংবাদিককে পিটিয়ে কুপিয়ে হাত- পা ভেঙ্গে দেওয়ার ঘটনায়  দিন পর সোনারগাঁ থানায় মামলা গ্রহন করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে আহত সাংবাদিকের বোন রাবেয়া আক্তার বাদি হয়ে মামলা দায়ের করেন। এর আগে গত রবিবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার বাড়ি মজলিস এলাকায় তাকে পিটিয়ে কুপিয়ে হাত- দুপা ভেঙ্গে দেয় সন্ত্রাসীরা আহত রাসেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক বিভাগে ভর্তি আছেন।

 পরিবারের দাবি,সোনারগাঁয়ের শাহজাহান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারে পুলিশকে সহযোগিতা করেছে এমন সন্দেহে তাকে পিটিয়ে কুপিয়ে হাত পা ভেঙ্গে দেয়।

জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ এলাকায় গত রবিবার দুপুরে কোরবানপুর এলাকার সন্ত্রাসী রাসেলের হুকুমে জুনায়েদ হোসেন ঝন্টু, শিলি লিমন, সাকিব, মানিক, চাঁদপুইরা হাবিব বিলকিসসহ আরো  / জনের সন্ত্রাসী দল বাড়ি মজলিশ এলাকার সাংবাদিক মাজহারুল ইসলাম রাসেলের ওপর অতর্কিত হামলা করে। এসময় তাকে হকিস্টিক, লাঠিসোটা, লোহার রডসহ দেশীয়অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে পিটিয়ে হা-পা ভেঙ্গে দেয়।

 এক পর্যায়ে স্থানীয়রা ওই সাংবাদিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত সাংবাদিক দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। হামলার ঘটনার ৫দিন পর শুক্রবার দুপুরে আহত ওই সাংবাদিককের বোন রাবেয়া আক্তার বাদি হয়ে ৭জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

আহতের বোন রাবেয়া আক্তারের দাবি, দুধঘাটা এলাকায় শাহজাহান নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে মাদক ব্যবসায়ীরা। আসামীরা ওই এলাকা ছেড়ে বাড়ি মজলিশ এলাকায় আত্মগোপন করে। ওই আসামীদের স্থান সনাক্ত করে পুলিশ অভিযান চালায়। পুলিশের অভিযানে রাসেল সহযোগিতা করেছে এমন অভিযোগ তুলে তাকে পিটিয়ে কুপিয়ে হাত- দুপা ভেঙ্গে দেয়।

বিষয়ে কথা বলার জন্য অভিযুক্তদের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলে তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে ক্ষুদে বার্তা দিয়েও সাড়া মেলেনি।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, সাংবাদিকের হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে

সাইদুর

×