ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রাহায়ণ ১৪৩১

মির্জাপুরে কৃষিজমি ও নদীর বেড়ীবাঁধ রক্ষায় সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, টাঙ্গাইল

প্রকাশিত: ১৮:১১, ১৩ ডিসেম্বর ২০২৪

মির্জাপুরে কৃষিজমি ও নদীর বেড়ীবাঁধ রক্ষায় সমাবেশ

মির্জাপুরে কৃষিজমি ও লৌহজং নদীর বেড়ীবাধ রক্ষার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বাইমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামের লৌহজং নদীর বেড়ীবাধ ও কৃষিজমি রক্ষা কমিটি এই  সমাবেশের আয়োজন করা হয়। কমিটির সভাপতি ডিএম সাহাদৎ হোসেন সুলতানের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বেড়ীবাধ ও কৃষিজমি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ নূর, আব্দুর রশিদ তালুকদার, হারুন অর রশিদ, এম.এ জলিল, আব্দুল আলীম সিকদার, আব্দুর ছবুর প্রমুখ।
সমাবেশে উপস্থিত কৃষকরা অভিযোগ করে জানিয়েছেন, বহুরিয়া, বাইমাইল, দেওহাটা এবং কলিমাজানী গ্রামের কতিপয় বালু ও মাটি লুটেরারা এলাকার কৃষকদো জিম্মি করে কয়েক বছর যাবত তিন ফসলি জমির মাটি কেটে ইটভাঁটায় বিক্রী করছেন। এতে বাইমাইল ও পাথারিয়া পাড়ার চকের শত শত একর আবাদি জমি প্রতিবছর কমে যাচ্ছে। এছাড়া গত দুই বছরে  লৌহজং নদীর বহুরিয়া গ্রামে নদীর কিনারা ঘেষে নির্মিত বেড়ীবাধের প্রায় এক কিলোমিটার জায়গাজুড়ে মাটি কেটে ইটভাঁটায় বিক্রী করেছে মাটি লুটেরারা। এবছর যাতে ওই লুটেরারা বেড়ীবাধ ও কৃষি জমির মাটি কেটে বিক্রী করতে না পারে সে লক্ষ্যেই এই কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছে বলে সমাবেশের সভাপতি ডিএম সাহাদৎ হোসেন সুলতান জানিয়েছেন।

মোহাম্মদ আলী

×