ঢাকা, বাংলাদেশ   রোববার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মাগুরায় শীতকালীন সবজি চাষে ঝুঁকে পড়েছে কৃষক, ভালো ফলন দামও কমেছে

নিজস্ব সংবাদদাতা, মাগুরা

প্রকাশিত: ১৮:০০, ১৩ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৮:০২, ১৩ ডিসেম্বর ২০২৪

মাগুরায় শীতকালীন সবজি চাষে ঝুঁকে পড়েছে কৃষক, ভালো ফলন দামও কমেছে

মাগুরায় শীতকালীন সবজি  চাষে ঝুঁকে পড়েছে কৃষক।  ফলে হাটে বাজারে প্রচুর সবজির আমদানী হচ্ছে । দামও কমেছে অনেক ।
জানাগেছে  , জেলার  সদর উপজেলার  লক্ষিকান্দর, শিবরামপুর,  রামনগর,কালীনগর ,বেলনগর , নিজনান্দুয়ালী, বাগডাঙ্গা, টেঙ্গাখালী, শ্রীকুন্ঠি, বুজরুক শ্রীকুন্ঠি,  শ্রীপুর উপজেলার হাজলাতলা, নাকোল, বারইপাড়াসহ শালিখা ও মহম্ম্দপুরের বিভিন্ন  গ্রামে বাণিজ্যিক ভিত্তিতে শীতকালীন সবজির  ফুলকপি, পতাকপি, মুলা, শীম, লাউ, বেগুন, কাঁচা   মরিচের চাষ হয়েছে । এবচর সবজির ফলনে ভালো হয়েছে। বাজারে ব্যাপকভাবে আমদানী হওয়াতে সবজির ফলনও ভালো হয়েছে। সবজি ক্ষেতে কাজ করে  বহু পুরুষ ও মহিলার মৌসুমী কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে । তারা জমিতে  কাজ করে দৈনিক ৩০০টাকা থেতে ৪০০ টাকা আয় করছেন । প্রতিদিন বিভিন্ন  গ্রাম থেকে ভ্যানভর্তি সবজি আসে ঢাকা রোড পাইকারী বাজারে বিক্রির জন্য । বাজারে আমদানী ভালো হওয়াতে সবজির দামও কামেছে । বর্তমানে বাজারে খুচরা প্রতিকেজি ফল কপি ৪০ টাকা, পাতা কপি ৩০ টাকা, মুলঅ ১০ টাকা, বেগুন ৩০ টাকা, সিম ৫০ টাকা থেকে ৬০ টাকা, পালং শাখ ২০ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা, আরু ৮০ টাকা. লাই প্রতি পিচ ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারী দর আরও কম। ফলে জনজীবনে স্কস্তি দেখা দিয়েছে।

মোহাম্মদ আলী

×