জেলার গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নে বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব ও সদস্য সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান স্বাক্ষরিত প্যাডে বৃহস্পতিবার দুপুরে সাতটি ইউনিয়নে বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
ওইদিন রাতেই বার্থী ইউনিয়ন বিএনপির কমিটিকে প্রত্যাখান করে ইউনিয়ন বিএনপি নেতা আমিনুল হক শাহিন, শহিদুল হক সাদী মিরা ও কাইয়ুম খানের নেতৃত্বে কটকস্থল এলাকায় বিএনপির শতাধিক নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সভা করেছেন।
সূত্রমতে, উপজেলার মাহিলাড়া ইউনিয়নে সজল সরকারকে আহবায়ক ও আব্দুর রহিম হাওলাদারকে সিনিয়র যুগ্ন আহবায়ক করে ৫৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়েছে। বার্থী ইউনিয়নে ১১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে মিজানুর রহমান মিন্টুকে আহবায়ক করা হয়েছে। খাঞ্জাপুরে ৭৬ সদস্য বিশিষ্ট কমিটিতে ফজলুল হক সরদারকে আহবায়ক করা হয়েছে। তবে এই তিন ইউনিয়নে সদস্য সচিব হিসেবে কাউকে রাখা হয়নি।
বাটাজোর ইউনিয়নে মো. আজাদ মৃধাকে আহবায়ক ও এমদাদুল হক পান্নাকে সদস্য সচিব করে ৯০ সদস্য বিশিষ্ট, নলচিড়া ইউনিয়নে ৯৪ সদস্য বিশিষ্ট কমিটিতে আলহাজ্ব মো. জামাল উদ্দিন ফকিরকে আহবায়ক ও মো. বাদশা হাওলাদারকে সদস্য সচিব করা হয়েছে। চাঁদশী ইউনিয়নে ১০২ সদস্য বিশিষ্ট কমিটিতে আলী আকবর মোল্লাকে আহবায়ক এবং শরীফ মাহামুদুল হাসান মুহীতকে সদস্য সচিব এবং সরিকল ইউনিয়ন বিএনপির কমিটিতে মো. জাহাঙ্গীর হোসেন মৃধাকে আহবায়ক ও মোস্তাফিজুর রহমান বাসারকে সদস্য সচিব করে ৫৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
ঘোষিত কমিটির বিষয়ে গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন, আপাতত একটি আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে। হয়তো ত্যাগী কিছু নেতাকর্মী বাদ পরতেও পারেন। পরবর্তীতে যখন পূর্নাঙ্গ কমিটি গঠণ করা হবে তখন তাদের যথাযথ মূল্যায়ন করা হবে।
জাফরান