ছবি: প্রতীকি অর্থে ব্যবহৃত
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পৌর এলাকায় বাড়ির পুকুরের পানিতে পড়ে আদর নামে এক দেড় বছরের শিশু নিহত হয়েছে।
১৩ ডিসেম্বর (শুক্রবার) দুপুর ১ টায় পৌরসভার ৮ নং ওয়ার্ডের বারাইপাড়া এলাকার দেবাশীষ দাসের ছেলে আদর বাড়ির সামনে পুকুরে পরে মৃত্যু হয়।
নিহত শিশু আদরের স্বজনরা জানায়, বাড়ির উঠোনে শিশু আদর খেলা করছিল। এ সময় ঘরের সামনে পুকুরে হাঁটতে হাঁটতে গিয়ে হয়তো পড়ে যায়। দুপুর ১ টার সময় বাড়ির লোকজন পুকুর পাড়ে গেলে শিশুটিকে ভাসতে দেখে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জাফরান