ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

নারায়ণগঞ্জে অপহৃত দুই শিশুকে বরিশাল থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার,নারায়ণগঞ্জ।

প্রকাশিত: ০০:৪১, ১৩ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে অপহৃত দুই শিশুকে  বরিশাল থেকে উদ্ধার

উদ্ধ্কৃত দুই শিশু

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকা থেকে অপহৃত নাঈম (৭) ও নাবিল (৩) নামে দুই শিশুকে বরিশাল জেলার হিজলা থানার ডিক্রিরচর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। এ বিষয়ে বৃহস্পতিবার রাত ১০টায় পিবিআই’র নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাসেলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্ধারকৃত দুই শিশু সম্পর্কে তারা আপন ভাই। তারা ফতুল্লার পশ্চিম লামাপাড়ার বাসিন্দা আব্দুল কাদিরের ছেলে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ৮ ডিসেম্বর দুপুরে পশ্চিম লামাপাড়া খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলাধুলা করতে গিয়ে ঘরে ফিরেনি নাঈম ও নাবিল। পরে অজ্ঞাত ব্যক্তির মোবাইল নাম্বার দিয়ে পিতা আ. কাদিরের কাছে শিশুদের ছেড়ে দিতে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে থানায় লিখিতভাবে অভিযোগ জানালে পিবিআই নারায়ণগঞ্জ কার্যালয়ের সদস্যরা অভিযানে নামেন।

 আরো জানা যায়, গত ১১ ডিসেম্বর পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পিবিআই নারায়ণগঞ্জের একটি আভিযান দল ডিক্রিরচর এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় অপহরণকারীরা টের পেয়ে পালিয়ে যায়। অপহৃত দুই শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করে  বৃহস্পতিবার সকালে পিবিআই নারায়ণগঞ্জ জেলা অফিসে আনা হয়।

ভিকটিমদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানা যায় যে, অজ্ঞাতনামা মহিলা এবং পুরুষ আসামিরা ফতুল্লার লামাপাড়া খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম থেকে খেলাধুলা করার সময় কৌশলে তাদেরকে অপহরণ করে নিয়ে যায় এবং মুক্তিপণ দাবি করে।

সাইদুর

×