ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

ভোলায় দুম্বার মাংস চুরি

নিজস্ব সংবাদদাতা,ভোলা

প্রকাশিত: ২২:২২, ১২ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২২:২৯, ১২ ডিসেম্বর ২০২৪

ভোলায় দুম্বার মাংস চুরি

ছবি : ট্রাক থেকে দুম্বার মাংস নিয়ে যায় দুর্বৃত্তরা

ভোলায় বোরহান উদ্দিন উপজেলায় দুম্বার মাংস-বহনকারী গাড়ি থেকে ৪ কার্টুন দুম্বার মাংস চুরি করেছে দুর্বৃত্তরা। বুহস্পতিবার(১২ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, সৌদি আরব থেকে আসা ২৫ কার্টুন দুম্বার মাংস বোরহানউদ্দিন উপজেলায় বরাদ্দ পায়। মাংস বহনকারী ওই গাড়িতে অন্য উপজেলারও বেশ কয়েক কার্টুন মাংস ছিলো। দুপুরে ২৫ কার্টুন দুম্বার মাংস বোরহানউদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় পৌঁছে দিয়ে অন্য উপজেলায় বাকি মাংস নিয়ে রওনা দিলে দুর্বৃত্তরা গাড়ি থেকে ৪ কার্টুন মাংস চুরি করে। এঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, কয়েকজন লোক দুম্বার মাংসবহনকারী গাড়ির দরজা খুলে গাড়ি থেকে কার্টুনগুলো নামিয়ে মাথায় করে নিয়ে যায়।

বোরহান উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রায়হান-উজ্জামান জানান, উপজেলায় বরাদ্দের মাংস আমাদের বুঝিয়ে দিয়ে ড্রাইভার অন্য উপজেলার মাংস নিয়ে যাওয়ার সময় কয়েকজন ছেলে ড্রাইভারকে চড়-থাপ্পর মেরে মাংস নিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ সহ আমরা ঘটনাস্থলে আসি।

বোরহান উদ্দিন থানার ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারি মোশারফ বাদি হয়ে তিনজনকে চিহ্নিত করে  এবং ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

 

সাইদুর

×