ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

ফরিদপুরে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার

প্রকাশিত: ২১:৩১, ১২ ডিসেম্বর ২০২৪

ফরিদপুরে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার

ফরিদপুর জেলার নগরকান্দায় পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় একটি নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের দেলবাড়িয়া গ্রামে ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা সূত্র জানায়, দেলবাড়িয়ায় ব্রিজের নিচে পানিতে পলিথিন মোড়ানো  একটি পোটলা ভাসতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হলে সেটি খোলা হয়। নবজাতকের লাশ দেখে তাৎক্ষণিক পুলিশে খবর দেয় জনতা। পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

নগরকান্দা থানার ওসি সফর আলী জানান, পুলিশ খবর পেয়ে পরিচয়হীন এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, শিশুটির বয়স মাসখানেক হবে।  ময়নাতদন্তের জন্য নবজাতকের লাশটি মর্গে পাঠানো হয়েছে।

 

সাইদুর

×