অবৈধভাবে গড়ে ওঠা ইটভাঁটি গুড়িয়ে দেওয়া হয়
মির্জাপুরে তিন ফসলি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা অনুমোদনহীন সেই সাত অবৈধ ইটভাঁটির ছয়টিতে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত চলে এই অভিযান। ওই ছয় ইটভাঁটিতে অভিযান চালিয়ে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে প্রত্যেক ভাঁটির একাংশ ভেকু মেশিন দিয়ে ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিসের সদস্যদের মাধ্যমে পানি ছিটিয়ে আগুন নেভানো হয়। এছাড়া ইটভাঁটিগুলোতে ইট প্রস্তুত ও পোড়ানো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি। এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ, টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক, পরিদর্শক বিপ্লব কুমার সুত্রধর, পুলিশ এবং মির্জাপুর সেনা ক্যাম্পের সদ্যরা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ আলী