ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

কালকিনিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর

প্রকাশিত: ২১:০৫, ১২ ডিসেম্বর ২০২৪

কালকিনিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুরের কালকিনিতে শহর সমন্বয় কমিটি (টিএলসিসি) গঠন ও কার্যপরিধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে গভর্নেন্স ইমপ্রুভমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট (জিআইসিডি) কনসালটেন্সি সার্ভিসেস আইইউজিআইপির সহযোগীতায় টিএলসিসির সদস্যসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের অংশ গ্রহনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি)র শহর সমন্বয় কমিটি (টিএলসিসি) গঠন ও কার্যপরিধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনিষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস, এলজিইডির আইইউজিআইপি প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী অখিল রঞ্জন বিশ্বাস, সন্দীপ মন্ডল, কালকিনি থানার ওসি মুহাম্মদ হুমায়ুন কবীর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত কাউন্সিলর) মোঃ বদিউজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ লিমন হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত কাউন্সিলর) মোঃ শাহ আলম, আইনজীবি শারমিন জাহান হেলেনা ও বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

 

কুতুবে রব্বানী

×