ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

টঙ্গীর বিশ্ব ইজতেমা ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

জোবায়ের গ্রুপের হামলায় সাদ গ্রুপের ৫ মুরুব্বি আহত, মহাসড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী

প্রকাশিত: ২১:০৩, ১২ ডিসেম্বর ২০২৪

জোবায়ের গ্রুপের হামলায় সাদ গ্রুপের ৫ মুরুব্বি আহত, মহাসড়ক অবরোধ

২০ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের সাদ গ্রুপের জোড় ইজতেমার আয়োজনকে কেন্দ্র করে বৃহস্পতিবার জোবায়ের ও সাদ গ্রুপের মধ্যে হামলায় সাদ গ্রুপের ৫ মুরুব্বি আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। হামলার সময় টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক জোবায়ের গ্রুপ অবরোধ করলে প্রায় ঘন্টাখানেক সকল যানবাহন চলাচল বন্ধ থাকে। গুরুতর আহতরা হলেন, আতাউর রহমান ও বসির উদ্দিন।
তাবলীগ জামাতের দুপক্ষের এমন মারমুখী অবস্থানের কারনে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় বিশ্ব ইজতেমা বন্ধের দাবি জানিয়েছেন সাধারণ মুসল্লী ও টঙ্গীতে বসবাস করা নাগরিকরা। জোবায়ের গ্রুপের হামলার ঘটনার পর বৃহস্পতিবার বিকালে ভুক্তভোগী সাদ গ্রুপের মুরুব্বিরা টঙ্গী তুরাগ নদীর পূর্ব পাড়ে উত্তরা কামারপাড়ায় সাদ গ্রুপের আস্তনায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে মুরুব্বিরা অভিযোগ করে বলেন, গাজীপুরের ডিসি অফিস থেকে কয়েকজন মুরুব্বি টঙ্গীর সাদ গ্রুপের আস্তনায় ফেরার পথে টঙ্গী স্টেশন রোডে জোবায়ের গ্রুপের আক্রমণের শিকার হন তারা। যোগাযোগ করা হলে গাজীপুর মেট্রোপলিটন দক্ষিণ পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার নাসির উদ্দিন জনকণ্ঠকে বলেন, ইজতেমা ময়দানে দুপক্ষের উত্তেজনাায় পুলিশের নজরদারি জোরদার করা রয়েছে।  হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাদ গ্রুপের মুরুব্বিরা বলেন, জানমালের বিনিময়ে হলেও ২০ ডিসেম্বর জোড় ইজতেমা টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে অনুষ্ঠান করবেন তারা। সাদ গ্রুপ সত্য ও ন্যায়ের পথে রয়েছে বলে জানান তারা। উল্লেখ করা যেতে পারে জোবায়ের ও সাদ গ্রুপ সৃষ্টির পর ২০১৮ সালে বিশ্ব ইজতেমা ময়দানের একক দখল নিতে দুই পক্ষের সংঘর্ষে দুই মুসল্লি নিহত ও বহু আহতের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে জানা গেছে, ১৮ সালের ঘটনায় জোবায়ের গ্রুপ সাদপন্থীদের দায়ি করে বিচারের দাবিতে তারা বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর স্টেশন রোডে লাঠিসোঁটা নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এসময় হামলায় সাদপন্থীদের ৫ জন মুরুব্বি রক্তাক্ত জখম হন। সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক সায়েম জনকণ্ঠকে বলেন, জোড় ইজতেমা করার জন্য ইজতেমা ময়দান বুঝিয়ে দেওয়ার বিষয়ে গাজীপুর জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় শেষে আমরা টঙ্গীতে ফিরছিলাম। এসময় টঙ্গীর স্টেশন রোডে জুবায়েরপন্থীরা আমাদের গাড়ির ওপর হামলা করে গাড়ি ভাঙচুর করে এবং আমাদের পাঁচ জনকে আহত করেছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে সাদপন্থীদের জোড় ইজতেমা আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে গত ৩ ডিসেম্বর শুরায়ে নেজাম জোবায়ের গ্রুপের জোড় ইজতেমা সম্পন্ন হয়।
জোবায়ের পন্থীরা সাদ পন্থীদের জোড় ইজতেমা করতে দেবে না এমন খবরে সাদপন্থীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে তুরাগ নদীর পূর্ব পাড়ে অবস্থিত জোবায়ের গ্রুপের দখলে রয়েছে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান। অপরদিকে টঙ্গী তুরাগ নদীর পশ্চিম পাড়ে কামারপাড়া এলাকায় অবস্হান করছেন সাদ গ্রুপের অনুসারীরা। টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান জনকণ্ঠকে বলেছেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে টঙ্গী ইজতেমা ময়দানের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

মোহাম্মদ আলী

×