ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়ীয়া আমেনা খাতুন কলেজ মিলনায়তনে ভোক্তা আধিকার বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল ‘আইনের যথাযথ প্রয়োগই পারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে’। বৃহস্পতিবার জাতীয় ভোক্তা আধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় ঝিনাইদহ জেলা কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।
বিতর্ক প্রতিযোগিতা শেষে কলেজর অধ্যক্ষ মহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা পিপিএ, জেলা ভোক্তা আধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের ও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আমিনুর রহমান টুকু। মডারেটরের দয়িত্ব পালন করেন কলেজের প্রভাষক সাজ্জাদুল ইসলাম মিটু এবং সঞ্চালনা করেন উপাধ্যক্ষ মোঃ আব্দুস সালাম।
বিচারক ছিলেন ঝিনাইদহ দুঃখী মাহমুদ কলেজের সহকারী অধ্যাপক এমএ কবীর, ঝিনাইদহ পৌর মডেল স্কুলের প্রধান শিক্ষক শাহনাজ পারভিন ও মিয়াকুন্ডু মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সওকত হোসেন। প্রতিযোগিতায় বিপক্ষ দল বিজীয় হয় এবং মারিয়া আক্তার তামান্না শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়। অন্যান্য বিতার্কিকরা ছিলেন কামরুন্নাহার, আরিফা খাতুন, মৌসুমি আক্তার, রুপা খাতুন ও ফুরকানুল ইসলাম। বিজয়ী দল এবং শ্রেষ্ঠ বক্তাসহ সকল বিতার্কিককে পুরস্কৃত করা হয়।
কুতুবে রব্বানী