ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

সাংস্কৃতিক চর্চা সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-সিরাজুল ইসলাম সরদার

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী

প্রকাশিত: ২০:৩২, ১২ ডিসেম্বর ২০২৪

সাংস্কৃতিক চর্চা সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-সিরাজুল ইসলাম সরদার

নিয়মিত সাংস্কৃতিক চর্চা সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখে বলে  জানালেন বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার । আজ বুধবার রাতে পাকশী রেলওয়ে শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে আয়োজিত আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

সাংস্কৃতিক সংগঠক  সুমন হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আনজাম হোসেন ডন,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্না,ব্যবসায়ী আখতার হোসেন,বিএনপি নেতা মোহাম্মদ আলী কাজলসহ বিষ্টি ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি আরও বলেন,দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের শিল্পীরা সঙ্গীত চর্চা করতে না পেরে পাকশী অঞ্চলের স্গংীতপ্রিয় মানুষ ও শিল্পীরা  ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার, তৌহিদ আক্তার পান্না,আখতার হোসেন,সামসুল আলম,জামাল মেম্বর, মহসীন মানিক,পাপ্পু,সুমন ও মৃতুলা কন্ঠে পরিবেশিত গান ও অধ্যক্ষ আনজাম হোসেন ডনের কন্ঠে আবৃতি করা কবিতা এবং  হালিমের প্যাড, কামরুলের কিবোর্ড,পাপ্পুর হারমুনিয়াম ও মোহনের তবলার মিউজিকের তালে দর্শকরা মুগ্ধ হয়ে গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেন।

 

×