গাজীপুরে এক বিএনপি নেতা তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার সকালে হোতাপাড়ায় ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর সদর উপজেলার ভাওয়াল ঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।
বিএনপির নেতা আবু বকর সিদ্দিক লিখিত বক্তব্যে অভিযোগ করেন, আওয়ামী লীগের মদদপুষ্ট কিছু নামধারী সাংবাদিক তার ও দলের সিনিয়র নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট উদ্দেশ্যপ্রণোদিত মানহানিকর সংবাদ ধারাবাহিকভাবে প্রচার করছে। এতে তাদেরকে দলীয়ভাবে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে।
তিনি বলেন, আমি বিএনপি'র রাজনীতির সাথে জড়িত বলে তারা (তৎকালীন সরকারের লোকজন) আমার কাজে বাধা প্রদান করেছেন। দলের ভাবমূর্তি ক্ষুন্ন হবে এই ধরনের কোন কাজ আমি কখনোই সমর্থন করি না এবং কাউকে সেই কাজ করতে দেই না।
তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকার সময় জনগণের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য তৎকালীন সরকারের এমপি এবং মন্ত্রীদের দ্বারস্থ হতে হয়েছে। তাদের সাথে কাজ করতে হয়েছে। ওই সময়ের তোলা ছবি দিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ করা হচ্ছে। যারা এসব সংবাদ প্রকাশ করেছে তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কাজী। উপস্থিত ছিলেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিন, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি'র সভাপতি মুজিবুর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরীফ সহ গাজীপুর জেলা, সদর উপজেলা ও ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।