ছবি: প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে ধনবাড়ী বাজারে অভিযান পরিচালা করা হয়।
ধনবাড়ী পৌর শহরের ফল বাজার রোড়ের এক দোকানে পণ্যসামগ্রীর মূল্য তালিকা না থাকায় এক দোকানীকে ৫ হাজার টাকা ও টাঙ্গাইল-তারাকান্দি-জামালপুর আঞ্চািলক সড়কে অবৈধ গাড়ী পাকিংয়ের দায়ে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান। সেই সাথে উপজেলার বলিভদ্র এলাকায় রাস্তায় বাঁধা প্রধানেও সচেতনতামূলক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান দৈনিক জনকণ্ঠ কে জানান, ধনবাড়ী উপজেলায় সর্তকতা মূলক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ ধারা আগামী দিনেও অব্যহত থাকবে।
এম.কে.