ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫, ১১ মাঘ ১৪৩১

মাগুরায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক পৌর সন্মেলন অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, মাগুরা

প্রকাশিত: ১৭:৫১, ১২ ডিসেম্বর ২০২৪

মাগুরায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক পৌর সন্মেলন অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার  বিকালে মাগুরায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক পৌর সন্মেলন অনুষ্ঠিত  হয়েছে। শহরের সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরী মিলনায়তনে  শ্রমিক জনাতার স্বার্থ রক্ষ্যায় ইসলামী সমাজ ব্যবস্থার কোন বিকল্প নেই এই শ্লোগানকে সামনে রেখে  শ্রমিক কল্যাণ ফেডারেশন মাগুরা পৌর শাখা এই ২০২৫-২০২৬ দ্বিবার্ষিক সন্মেলনের আয়োজন করেন। শ্রমিক কল্যাণ ফেডারেশন মাগুরা পৌর শাখান সভাপতি মো: সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সন্মেলনে প্রধান অতিথি ছিলেন মাগুরা  জেলা জামাযাতের আমীর অধ্যাপক এমবি বাকের। বিশেষ অতিথি ছিলেন  সহকারী পরিচালক শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর কুষ্টিয়া অঞ্চল অধ্যাপক মশিউর রহমান , শ্রমিক কল্যাণ ফেডারেশন মাগুরা জেলার শাখার  সভাপতি  মওলানা মো: ইব্রাহিম বিশ্বাস , শ্রমিক কল্যাণ ফেডারেশন  মাগুরার  প্রধান উপদেষ্টা অধ্যাপক ফারুক হোসাইন , শ্রমিক কল্যাণ ফেডারেশন  মাগুরার  প্রধান উপদেষ্টা অধ্যাপক আশরাফুল আলম , শ্রমিক কল্যাণ ফেডারেশন  মাগুরা সদর উপজেলা সভাপতি আবুল কাশেম । সন্মেলনে পৌর সভার বিভিন্ন এলাকা থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশন  এর নেতাকর্মীরা অংশ নেন।

মোহাম্মদ আলী

×