ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

গাজীপুরে কৃষকদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার, গাজীপুর

প্রকাশিত: ১৬:৪৬, ১২ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৬:৫৪, ১২ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে কৃষকদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

গাজীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে। এ উপলক্ষে গাজীপুর মহানগর কৃষক দল আলোচনা সভা, র‌্যালী, কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। বৃহস্পতিবার সকালে মহানগরীর শহীদ স্মৃতি হাই স্কুল মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।
 
গাজীপুর মহানগর কৃষক দলের আহবায়ক আতাউর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইজুদ্দিন তালুকদার ও সদস্য সচিব খান জাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আ ন ম ইব্রাহিম। সভায় প্রধান বক্তা ছিলেন কৃষক দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান। বক্তব্য রাখেন, বিএনপি'র কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির কুটির ও শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম, সদস্য হারুনুর রশিদ খান, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আহমদ আলী রুশদি, সাবেক যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হান্নু, সদর মেট্রো থানা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, বাসন থানা বিএনপি'র সেক্রেটারি মনিরুল ইসলাম, মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা প্রমূখ।

এর আগে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জয়দেবপুর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে শিববাড়ি মোড় পর্যন্ত এসে শেষ হয়।

মোহাম্মদ আলী

×