ছবি: প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলায় পাবলিক লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় উপজেলা শহরের হাতিয়া প্রেসক্লাব ভবনে লাইব্রেরিটির উদ্বোধন করেন ২৪'এর গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক এবং বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।
দ্বিতলবিশিষ্ট হাতিয়া প্রেসক্লাব ভবনে অবস্থিত এই লাইব্রেরি শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষের জন্য মুক্ত জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হান্নান মাসউদ বলেন, "বই মানুষের জীবনে আলো জ্বালাতে পারে। শিক্ষার্থীরা বই পড়ে অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানের সিদ্ধান্ত নিতে পারে। হাতিয়ায় একসময় শিক্ষার গুণগত মান লক্ষণীয় ছিল, তবে পরীক্ষায় নকলসহ বিভিন্ন অনিয়মের কারণে তা অধঃপতনের দিকে গেছে।"
তিনি আরও বলেন, "লাইব্রেরিটি শুধু শিক্ষার্থীদের জন্য নয়, এটি এমন একটি স্থান হবে যেখানে সকল শ্রেণির মানুষ এসে বই পড়ে জ্ঞানের পরিধি বাড়াতে পারবে। এখানে সকল ধর্ম ও মতাদর্শের বই রাখা উচিত, যাতে এটি একটি উদার জ্ঞানচর্চার কেন্দ্র হয়ে ওঠে।"
অনুষ্ঠানে হাতিয়া প্রেসক্লাবের সাংবাদিক, জেলা পর্যায়ের গণমাধ্যমকর্মী এবং সুধী সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা লাইব্রেরিটি হাতিয়ার শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এম.কে.