ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুটের গোডাউনে  অগ্নিকান্ড॥ ক্ষতি ৮ লাখ টাকা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥

প্রকাশিত: ১২:৪৫, ১২ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুটের গোডাউনে  অগ্নিকান্ড॥ ক্ষতি ৮ লাখ টাকা

ঝুটের গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লার খাপুরের বিলাসপুর এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের পর নারায়ণগঞ্জ সদর ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীদের প্রায় ২ ঘন্টার চেষ্টার পর সম্পুর্ণ আগুন নির্বাপন করতে সক্ষম হন। আগুনে গার্মেন্টেসের ঝুট, কাপড়ের রোল, ইনটেক ও হাফ কাটা কাপড় পুড়ে গেছে। ফায়ার সার্ভিস বলছে, আগুনে আনুমানিক ৮ লাখ টাকা ক্ষতি হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার সকালেই অগ্নিকান্ডের এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর (মন্ডলাপাড়া) ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খাপুরের বিলাসপুরের টিনসেড ও সেমি পাকা একটি ঝুটের গোডাউনে অগ্নিকান্ড শুরু হয়। আগুন দ্রুত পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর (মন্ডলপাড়া) ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বৃহস্পতিবার ভোর ৫টা ২০ মিনিটে প্রায় ২ ঘন্টার চেষ্টার পর সম্পুর্ণ আগুন নির্বাপন করতে সক্ষম হয়। নারায়ণগঞ্জ সদর (মন্ডলাপাড়া) ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, আগুনে গার্মেন্টেসের ঝুট, কাপড়েরর রোল, ইনটেক ও হাফ কাটা কাপড়, গোডাউনের টিনসেড ও বৈদ্যুতিক ওয়ারিং পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে। আগুনে আনুমানিক ৮ লাখ টাকা ক্ষতি হয়েছে। এ ছাড়াও আগুন থেকে আনুমানিক ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুনের ঘটনায় কেউ হতাহত হননি বলে তিনি জানান। 
 

জাফরান

×