ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

 সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

নিজস্ব সংবাদদাতা,ফটিকছড়িঃ

প্রকাশিত: ১০:২৩, ১২ ডিসেম্বর ২০২৪

 সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শাহাদাৎ হোসেন (৪০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। 
বুধবার বিকাল সাড়ে চারটা দিকে হাটহাজারী- নাজিরহাট আঞ্চলিক সড়কের মুহুরীহাট বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শাহাদাৎ  হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এনায়েতপুর গ্রামের হারুন চেয়ারম্যান বাড়ীর মৃত আজিজুল হক চৌধুরীর পুত্র। 
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকালে নাজিরহাট থেকে অটোরিকশা যাত্রী নিয়ে হাটহাজারীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতিতে পিকআপের সাথে অটোরিক্সা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সংবাদ পেয়ে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুই আটক করে।
 জানতে চাইলে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সাহাব উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি আটক করা হয়েছে।  হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ আবু কাওসার মোঃ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জাফরান

×