সাবেক এমডির সময় ১৯টি পদে নিয়োগ দেওয়ার জন্য প্রকাশিত বিজ্ঞপ্তি বাতিল করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ঢাকা ওয়াসার নবম ও দশম গ্রেডের (১ম ও ২য় শ্রেণি) বিভিন্ন ক্যাটাগরির পদে সরাসরি ও চুক্তিভিত্তিক নিয়োগের জন্য গত তিন বছরে প্রকাশিত ১৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম বাতিল করা হয়েছে। এসব পদে নিয়োগের জন্য প্রার্থী চূড়ান্ত করা হয়েছিল। নিয়োগবিধি না মেনে এসব পদে বিগত আওয়ামী লীগ সরকারের দলীয় লোকজন নিয়োগ দেওয়ার অভিযোগে এসব নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম বাতিল করা হয়েছে বলে ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে
গত তিন বছরে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে কিছু প্রার্থী চূড়ান্ত করা হলেও নিয়োগবিধি লঙ্ঘন ও অনিয়মের অভিযোগ ওঠে। তাকসিম এ খানের পদত্যাগের পর ওয়াসার সংস্কার কার্যক্রম শুরু হয়। বর্তমান ব্যবস্থাপনা পরিচালক প্রতিষ্ঠানকে সঠিক পথে পরিচালনার জন্য সংস্কারকাজ ত্বরান্বিত করছেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সব কর্মকর্তাকে সতর্ক করেছেন।
সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের সময়ে অনেক কর্মকর্তা-কর্মচারী বঞ্চিত ও নির্যাতনের শিকার হন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের পক্ষ থেকে বদলি, চাকরিতে পুনর্বহালসহ বিভিন্ন দাবি জানানো হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা সঠিক সিদ্ধান্ত গ্রহণে কাজ করছে।
বর্তমান পরিস্থিতিতে ঢাকা ওয়াসা অনিয়ম দূর করে প্রতিষ্ঠানের কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে। নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও বঞ্চিতদের ন্যায়বিচারের পদক্ষেপ তারই অংশ।
জাফরান