ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

দুই নারী আটক অবৈধভাবে ভারতে যাওয়ার সময়

প্রকাশিত: ০৬:৩৫, ১২ ডিসেম্বর ২০২৪

দুই নারী আটক অবৈধভাবে ভারতে যাওয়ার সময়

সংগৃহীত ছবি।

কাজের প্রলোভনে যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা দুই নারীকে আটক করেছে। 

১১ ডিসেম্বর বুধবার উপজেলার রুদ্রপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা- ২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিজানুর রহমান। আটককৃতরা হলেন, নেত্রকোণা জেলা সদরের হলইদাটি গ্রামের রুবি বেগম (২৬) ও চাঁদপুরের মতলব থানার দুর্গাপুর গ্রামের সাথী দাস (২৫)।

বিজিবি কমান্ডার মিজানুর রহমান বলেন, কাজের প্রলোভন দেখিয়ে দালালরা তাদেরকে ভারতে পাচার করছিল। অবৈধ পথে রুদ্রপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দালালরা তাদেরকে ফেলে পালিয়ে যায়। 

আটককৃতদেরকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।

ইসরাত

×