ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রাহায়ণ ১৪৩১

চুয়াডাঙ্গায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ০০:১৫, ১২ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বৃদ্ধার মরদেহ

চুয়াডাঙ্গা শহরের মাথাভাঙ্গা ব্রিজের উপর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার(১১ডিসেম্বর) রাত ৮টার দিকে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন,সংবাদ পেয়ে আমিসহ পুলিশ সদস্যরা মাথাভাঙ্গা ব্রিজের উপর থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সিআইডি সদস্যরা এসে ফিঙ্গার প্রিন্ট নিলে আশা করা যায় মৃত বৃদ্ধার পরিচয় পাওয়া যাবে। সকাল থেকেই তিনি ব্রিজের উপরে ভিক্ষা করছিলেন বলে জেনেছি। হয়তো ঠান্ডা কিংবা স্টোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

                                   

সাইদুর

×