ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রাহায়ণ ১৪৩১

পঞ্চগড় সীমান্তে নারীসহ ৫ বাংলাদেশী আটক

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়

প্রকাশিত: ২৩:৫৮, ১১ ডিসেম্বর ২০২৪

পঞ্চগড় সীমান্তে নারীসহ ৫ বাংলাদেশী আটক

ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শিবচন্ডি সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ওইদিন বিকেলে তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের শিবচন্ডি সীমান্তের মেইন পিলার ৭৪০/৩ এস সাব পিলার এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করার সময় ভারতীয় মদনবাড়ি বিএসএফ তাদের বাঁধা দিয়ে শুকানী বিওপিকে খবর দেয়।

খবর পেয়ে শুকানী বিওপির বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলো, ঠাকুরগাঁও জেলা সদরের ধন্দুগাঁও এলাকার মনিরাম চন্দ্র বর্মন (৫১), তার স্ত্রী হিরা রানী বর্মন (৩৫), ছেলে রিপন চন্দ্র বর্মন (২১), মেয়ে পাপড়ি রানী বর্মন (১৩) ও মনিরামের ভাতিজা নিমাই চন্দ্র বর্মন (২৩)।  

মনিরামের মেয়ে পাপড়ির অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে পরিবারের অন্য সদস্যদের হাতে হস্তান্তর করা হয়।

বাকি চারজনের বিরুদ্ধে তেঁতুলিয়া থানায় বিজিবির পক্ষ থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

আটক হওয়ার সময় তাদের কাছে থাকা নগদ বাংলাদেশি ১৪ হাজার ৭০৭ টাকা ও নগদ ৪০৫ ভারতীয় রুপি, একটি স্মার্ট ফোন, তিনটি বাটন ফোন, এক ভরি স্বর্ণালংকার, সাত ভরি রৌপ্যলংকার, দুইটি হাত ঘড়ি জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঠাকুরগাঁওয়ের এক দালালের মাধ্যমে এক লাখ টাকার বিনিময়ে বুধবার পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের শিবচন্ডি সীমান্ত এলাকা দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছিলেন তারা।  

এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৪৬ ব্যাটালিয়নের মদনবাড়ি ক্যাম্পের টহলদলের সদস্যরা তাদের বাধা দেন এবং বিজিবির শুকানী ক্যাম্পে জানান। পরে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে শুকানী ক্যাম্পে নিয়ে যান।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জনকণ্ঠকে বলেন, এ ঘটনায় তেঁতুলিয়া থানায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সীমান্তে বিজিবির কড়া নজরদারি রয়েছে।

মেহেদী কাউসার

×