ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রাহায়ণ ১৪৩১

গাজীপুরে তুলার গুদামে আগুন

প্রকাশিত: ২৩:২৯, ১১ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে তুলার গুদামে আগুন

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মাওনা ইউনিয়নের সলিং মোড় এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ৮টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, সলিং মোড় এলাকায় জহিরুল ইসলাম সরকারের মালিকানাধীন তুলার গুদামে হঠাৎ আগুন ধরে যায়। এতে গুদামে থাকা তুলাসহ অন্যান্য সামগ্রী পুড়ে যায়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর হুমায়ুন জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর এখন ডাম্পিংয়ের কাজ চলছে। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

মেহেদী কাউসার

×