ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রাহায়ণ ১৪৩১

শ্রীপুরে টমটমের সঙ্গে সংঘর্ষে সিএনজি চালক নিহত

প্রকাশিত: ২৩:১৭, ১১ ডিসেম্বর ২০২৪

শ্রীপুরে টমটমের সঙ্গে সংঘর্ষে সিএনজি চালক নিহত

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভিটিপাড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালকের নাম ফালু মিয়া (৪৫)। তিনি উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের আব্দুল জব্বার মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে রাজেন্দ্রপুর এলাকা থেকে যাত্রী নিয়ে প্রহলাদপুরের দিকে যাচ্ছিলেন সিএনজি চালক ফালু মিয়া। ভিটিপাড়া বাজার অতিক্রম করার কিছুক্ষণ পরই বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে তার সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ফালু মিয়া।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এ বিষয়ে এখনো থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি।

মেহেদী কাউসার

×