ছবি: প্রতিনিধি
ফটিকছড়িতে ৩২ কেজি গাঁজাসহ মো. রুহুল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৭। মঙ্গলবার রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড়ের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. রুহুল ফরিদপুরের আলফাডাঙ্গা থানার জয়দেবপুর গ্রামের মুহাম্মদ নজরুল মোল্লার পুত্র।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে সে হাটহাজারীর এনায়েতপুর এলাকায় একটি গোডাউন ভাড়া নিয়ে মাদক ক্রয়-বিক্রয় করতো। তার ভাড়া গোডাউনে অভিযান চালিয়ে সাদা কসটেপ দিয়ে মোড়ানো ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গতকাল রাতে ফটিকছড়ি পৌরসভার একটি বাড়ি তাকে গ্রেপ্তার করে হাটহাজারী থানায় পাঠানো হয়।
মেহেদী কাউসার