ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ওজনে তেল কম দেওয়ায় পেট্রোল পাম্পের জরিমানা

স্টাফ রির্পোটার, নীলফামারী

প্রকাশিত: ২১:৫৪, ১১ ডিসেম্বর ২০২৪

ওজনে তেল কম দেওয়ায় পেট্রোল পাম্পের জরিমানা

ছবি: প্রতিনিধি

ওজনে তেল কম দেওয়ায় নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলা শহরের মের্সাস মোজাম্মেল এন্ড সন্স ফিলিং স্টেশন পেট্রোল পাম্পের ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ বুধবার (১১ ডিসেম্বর) বিকালে উপজেলা শহরের রংপুর সড়কের শুখানদিঘির পাড় এলাকার পেট্রোল পাম্পে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস এ জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন দিন ধরে মের্সাস মোজাম্মেল এন্ড ফিলিং স্টেশন ক্রেতাদের ওজনে কম তেল দিয়ে আসছিলেন।পরে আজ অভিযান চালিয়ে ওজনে তেল কম দেওয়ায় এ পেট্রোল পাম্পে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস বলেন, সেখানে ওজনে কম তেল দেওয়ার কারনে ১০ হাজার টাকা জরিমানা করে সর্তক করা হয়।

মেহেদী কাউসার

×