শেরপুরের নালিতাবাড়ীতে তথ্য অধিকার আইন ২০০৯ এর উপর ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগীতা ও দুর্নীতিবিরোধী শপথ অনুষ্ঠিত হয়েছে৷ সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর আয়োজনে বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা কলেজে এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সনাক নালিতাবাড়ীর সহসভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ সেকান্দর আলী। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাক সদস্য আবুল হোসেন, আব্দুল ফাত্তাহ, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক, ইয়েস দলনেতা অভিজিৎ সাহা প্রমুখ।
পরে কলেজের দেড়শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়৷ এসময় সনাক,শিক্ষক,ইয়েস, শিক্ষার্থীসহ সকলকে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান সনাক সহসভাপতি মশিউর রহমান।
kutub