ঢাকা, বাংলাদেশ   শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

“দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট” ঘন কুয়াশায় টানা ৯ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

শফিকুল ইসলাম শামীম, নিজস্ব সংবাদদাতা রাজবাড়ী

প্রকাশিত: ১৭:৫৬, ১১ ডিসেম্বর ২০২৪

“দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট” ঘন কুয়াশায় টানা ৯ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে টানা ৯ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় নৌযান চলাচল স্বাভাবিক হয়। এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ফেরি ঘাটে প্রায় ৩শতাধিক বিভিন্ন প্রকার যানবাহন নদী পারের অপেক্ষায় থাকে। এতে যাত্রী ও যানবাহন চালকদের শীতের মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হয়। লোকসান গুনতে হয় ব্যবসায়ীদের।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করেন বাংলাদেশ অভ্যান্তরীন নৌপরিবহন করপোরেশন বিআইডব্লিউটিসি। সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি সহ সকল প্রকার নৌযান চলাচল স্বাভাবিক হয়।
দৌলতদিয়া পারে আটকা থাকা একাধিক চালক বলেন, কুয়াশায় ফেরি বন্ধ। বাধ্য হয়ে দৌলতদিয়া ঘাটে রাত ১২টার পর থেকে আটকা রয়েছি। তারা বলেন, শীতের মধ্যে সারারাত অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে।
এসময় স্বপ্না নামের এক নারী যাত্রী বলেন, সারারাত শিশু বাচ্চা নিয়ে গাড়ীর মধ্যে কাঁটাতে হয়েছে। সকাল ৯টার বাজে, কিন্ত ফেরি এখনো ছাড়ছে না। কখন ছাড়বে কেউ বলতে পারছে না। তিনি বলেন, শীতের মধ্যে শিশু বাঁচ্চা নিয়ে চরম বিপদে ছিলাম।
মিটুল নামের এক ব্যক্তি বলেন, রাত ১২টার থেকে হোটেলের মধ্যে বসে রাত কাঁটিয়েছি। প্রচন্ড শীতে দুর্ভোগ পোহাতে হয়েছে পরিবারের সদস্যদের নিয়ে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্যে) মো. সালাহ উদ্দিন বলেন, রাত সাড়ে ১২টার দিকে অতিরিক্ত কুয়াশায় ফেরি চলাচল বন্ধ করতে হয়। সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। দীঘূ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় কিছু যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে। তবে এই নৌরুটে স্বার্বক্ষনিক ১২ টি ছোট বড় ফেরি চলাচল করে।

 

×