মজিবুর রহমান ও তার ছেলে মারুফ হাসান
কুমিল্লার তিতাসে যৌথ বাহিনীর অভিযানে উপজেলার জগতপুর ইউপি সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান ও তার ছেলে মারুফ হাসান জিমিকে আটক করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার(১০ ডিসেম্বর)রাত ২টায় তিতাস থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে উপজেলা জগতপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
তিতাস থানা পুলিশ সুত্রে জানাযায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনার মামলায় চেয়ারম্যান ও তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে।
জানাযায়, ওই গ্রামের মীর হোসেনের একটি গরুর খামার থেকে দুইটি গরু চুরি হয়। এ মর্মে মীর হোসেনের ভাই তুহিন বাদি হয়ে একই গ্রামের শেখ ফরিদকে আসামি করে তিতাস থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শেখ ফরিদকে আটক করে জেলহাজতে প্রেরন করেন তিতাস থানা পুলিশ।
এরই জের ধরে গত মঙ্গলবার দুপুর আড়াইটায় ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান এর ছোট ছেলে মারুফ হাসান জিমি একটি দা হাতে নিয়ে এসে মামলার বাদী তুহিনকে খোঁজতে থাকে। তখন কাউকে না পেয়ে বাড়ির একটি বসত ঘরের টিনের বেড়ায় এলোপাতাড়ি কুপিয়ে মহিলাদের হুমকি ধমকি ও গালিগালাজ করে চলে যায়। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃস্টি হয়েছে।
তিতাস থানা অফিসার ইনচার্জ(ওসি) মামুনুর রশীদ বলেন, জগতপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান ও তার ছেলে জিমিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনার মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আর কে