ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরে বায়ু দূষণ বন্ধ করতে ৪টি ইটভাঁটিকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ইটভাঁটিগুলোর কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোনাববর হোসেনের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি টিম এই অভিযান চালায়।
এদিন সন্ধ্যা ৬টায় পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
অভিযানে অংশ নেওয়া ইটভাটাগুলো হলো- বন্দরের কেওঢালার বাগদোবাড়িয়ার মেসার্স আনন্দ ব্রিকস ও মেসার্স আওলাদ ব্রিকস, বন্দরের কামতালের হালুয়াপাড়ার মেসার্স হাজী রিয়াজউদ্দিন ব্রিকস এবং বন্দরের বারপাড়ার শাসনেরাবাগের মেসার্স বন্ধু ব্রিকস।
প্রত্যেক ইটভাটাকে ২ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ইটভাঁটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী উক্ত ৪টি ইটভাটার বিরুদ্ধে জরিমানা আদায় করা হয়েছে এবং ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মেহেদী কাউসার