ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

পঞ্চগড়ে খুচরাবাজারে সার বিক্রির দায়ে দুই ডিলারকে জেল ও জরিমানা

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়

প্রকাশিত: ১৬:২৪, ১০ ডিসেম্বর ২০২৪

পঞ্চগড়ে খুচরাবাজারে সার বিক্রির দায়ে দুই ডিলারকে জেল ও জরিমানা

ছবি: প্রতিনিধি

সরকারি নিয়ম ভঙ্গ করে সরাসরি কৃষকদের কাছে সার বিক্রি না করে খুচরা বাজারে বিক্রির অভিযোগে পঞ্চগড়ে দুই ডিলার প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার হাড়িভাসা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি।

মোবাইল কোর্টের রায়ে মেসার্স ইউনুস আলী ডিলার প্রতিষ্ঠানের ব্যবস্থাপক খাইরুল ইসলামকে ৬ দিনের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মেসার্স শামীমা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মানিক হোসেনকে ১০ দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ডিলার প্রতিষ্ঠানের রেজিস্টার পর্যালোচনা করে আদালত নিশ্চিত হয় যে, এই দুই প্রতিষ্ঠান নিয়ম ভেঙে কৃষকদের পরিবর্তে খুচরা পাইকারদের কাছে সার বিক্রি করতেন। এছাড়া প্রতিষ্ঠান পরিচালনায় আরও নানা অনিয়মও ধরা পড়ে।

এ সময় মোবাইল কোর্ট পরিচালনার সঙ্গে সদর উপজেলা কৃষি অফিসার আসাদুন্নবি উপস্থিত ছিলেন।

মেহেদী কাউসার

×