উপজেলার আমীর মোঃ আব্দুল কাইযুম ও সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলার আমীর নির্বাচিত হয়েছেন সহকারী অধ্যাপক মোঃ আব্দুল কাইযুম। সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ইউসুফপুর বালিকা দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা হাবিবুর রহমান।
এছাড়া উপজেলা মজলিসে শূরা সদস্য নির্বাচিত হয়েছেন এমবি কলেজের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুল খালেক ফরুকী, মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা আমিনুল ইসলাম, হাকিম মো. মহিব্বুল্লাহ, মাওলানা নিজাম উদ্দিন। ২০২৫-২০২৬ কার্যকালের জন্য এই কমিটি নির্বাচিত হয়েছে। নবনির্বাচিত আমীরকে শপথবাক্য পাঠ করান, পটুয়াখালী জেলা আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান।
এছাড়া ১০ সদস্যের কর্মপরিষদ গঠিত হয়। আজ রবিবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামী দলীয় অফিসে আনুষ্ঠিকভাবে এ কমিটি ঘোষিত হয়।
শহীদ