ছবি: সোহেল রানা ওরফে ডন
রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) সোহেল রানা ওরফে ডনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ( ৮ডিসেম্বর) রাতে নগরীর বর্ণালী মোড়ের একটি কোচিং সেন্টার থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল আটক করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা একটি মামলায় এজাহারভুক্ত আসামি সোহেল রানা ওরফে ডন। মামলায় তার স্ত্রীকেও আসামি করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলন দমাতে অর্থ লগ্নি করার অভিযোগ করা হয় এই প্রকৌশলীর বিরুদ্ধে।
আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন ডনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ডন একটি মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
সোহেল রানা ডনের গ্রামের বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। তিনি চাকরিতে ঢোকার আগ থেকেই কোচিং ব্যবসার সাথে জড়িত। সরকারি চাকরিতে যোগ দেওয়ার পর কাগজে-কলমে কোচিং সেন্টার দিয়ে দেন তার বাবার নামে। তবে প্রকৃতপক্ষে তিনি নিজেই পরিচালনা করেন কোচিং সেন্টার। বর্তমানে তিনি চারটি কোচিং সেন্টার পরিচালনা করেন। তার বিরুদ্ধে প্রশ্নফাঁসে জড়িত অভিযোগ রয়েছে। ২০১৬ সালের অক্টোবরে সোহেল রানা ডনসহ ১১ জনকে প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ।
সাইদুর