ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

আদালতের রায় ও সীমানা নির্ধারণ উপেক্ষা করে সংখ্যালঘুদের জমি দখল

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

প্রকাশিত: ১৫:২০, ৮ ডিসেম্বর ২০২৪

আদালতের রায় ও সীমানা নির্ধারণ উপেক্ষা করে সংখ্যালঘুদের জমি দখল

সম্পত্তি দখল

আদালত থেকে দুটি রায় এবং সীমানা নির্ধারণ করে দেওয়ার পরও তাদের সম্পত্তি দখল করে নিয়েছে মো. আ. রব হওলাদার-মজিবর সিকদার গং-রা। ঘটনাটি পটুয়াখালী গলাচিপা উপজেলার বাদুরা হাট এলাকার ছৈলাবুনিয়া গ্রামের। 

রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সত্যরঞ্জন পাটনী। উপস্থিত ছিল সংখ্যালঘু পরিবারের সদস্যরা ও তাদের আইনজীবি এ্যাড.বাদশা আলম। 

সাংবাদিক সম্মেলনে সত্যরঞ্জন পাটনী অভিযোগ করে বলেন, তাদের সম্পত্তি নিয়ে ওয়ারিশদের মধ্যে সহকারী জজ আদালত গলচিপা আদালত ৪ একর সাড়ে ৮৪ শতাংশ সম্পত্তি নিয়ে বণ্টন মামলা হয়। যার নং-১২২৮/২০২১ ঐ মামলায় আদালতের মাধ্যমে তারা তাদের সম্পত্তি ডিগ্রি পায় ২৮-০২-২০২৩ তারিখে। এর বিরুদ্ধে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে ৩৪/২০২৩ নং আপীল করলে আদালত আপীল না মঞ্জুর করেন। এর পর আদালত থেকে এ্যাডভোকেট কমিশন গিয়ে উক্ত সম্পত্তির মাপ ঝোপ করে ঢোল সহরত করে নিশান ও স্থায়ী সীমানা নির্ধারণ করে দেয়। কিন্তু মো. আ. রব হাওলাদার-মজিবর সিকদার গংরা গায়ের জোরে উক্ত সম্পত্তি ভোগ দখল করে নেয়। 

দখলকারীদের দাবি, তার সত্যরঞ্জন পাটনীর বংশের কতিপয় নারীদের কাছ থেকে ঐ সম্পত্তি ক্রয় করেছেন। আইন অনুযায়ি হিন্দু নারীরা তাদের বাবার বাড়ির সম্পাত্তি পান না। যে কারণে উভয় আদালতের রায় তাদের বিপক্ষে যায়। 

আদালতের রায় পাওয়া সম্পত্তিতে আজ রবিবার ধান কেটে নেয় দখলকারীরা। এ ব্যাপারে থানা পুলিশ সেনা ক্যাম্পকে অবহিত করলেও কোন লাভ হয়নি। বর্তামানে দখলকারীদের অব্যাহত হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে তার বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়।    

এম হাসান

×