মিডফিল্ডার ফজলে সাদাইন খোকন
স্বাধীন বাংলা ফুটবল দলে রাজশাহী থেকে অংশগ্রহণকারী মিডফিল্ডার ফজলে সাদাইন খোকন আর নেই। শনিবার রােিত রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
মৃত্যুকালে সাদাইন খোকন স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। খোকন রাজশাহী নগরের হেতেমখাঁ মহল্লার বাসিন্দা ছিলেন। মৃত্যুর পর তাঁর লাশ রাজশাহী আনা হয়।
খেলোয়াড়ি জীবনে খোকন আবাহনী ক্রীড়া চক্র, বিআরটিসির মতো ক্লাবে খেলেছেন। দেশ স্বাধীন হওয়ার পর ফুটবল চালিয়ে গেলেও আর জাতীয় দলে ডাক পাননি। অবসরের পর খেলাধুলার সঙ্গে সেভাবে সম্পৃক্ত ছিলেন না। কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন তিনি।
গত নভেম্বরে দুইদফায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন লাইফ সাপোর্টে। তখন চিকিৎসকেরা জানিয়েছিলেন, ডায়াবেটিস, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ, লবণের স্বল্পতাসহ বার্ধক্যজনিত নানা সমস্যা রয়েছে তাঁর। এ ছাড়া একবার স্ট্রোকেও আক্রান্ত হয়েছিলেন এই বীর মুক্তিযোদ্ধা।
আর কে